অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বলিউডে জয়া সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ১২:১২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১২:৩২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

জয়া আহসান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী

জয়া আহসান ও নওয়াজউদ্দিন সিদ্দিকী

এপার বাংলা ওপার বাংলা পেরিয়ে এবার বলিউডে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। এবং তার বলিউড অভিষেক হচ্ছে বেশ চমকপ্রদ। খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন জয়া। 

জানা গেছে, নির্মাতা সায়ন্তন মুখার্জির একটি ওয়েব সিরিজে জুটিবদ্ধ হচ্ছেন জয়া ও নওয়াজউদ্দিন। ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনকে ঘিরে নির্মিতব্য ওয়েব সিরিজটি হবে তিন ভাষায়- বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। যেখানে বিপ্লবী চারু মজুমদার হবেন নওয়াজ আর জয়া হবেন তার স্ত্রী লীলা মজুমদার। তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি।

এ ছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তাকে সম্ভবত দেখা যাবে তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত কংগ্রেস নেতা সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হচ্ছে চারু মজুদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। এছাড়া প্রখ্যাত বাম নেতা জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে বাছা হয়েছে দুই বলিউড অভিনেতার নাম। তারা হলেন পরেশ রাওয়াল এবং বোমান ইরানি।
  
একটি আন্তর্জাতিক ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।