অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

‘মিস আয়ারল্যান্ড’ হলেন কৃষ্ণাঙ্গ সুন্দরী পামেলা

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০২:০১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১০:২৯ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

পামেলা উবা

পামেলা উবা

৪৭ বছরে এই প্রথম। 'মিস আয়ারল্যান্ড'- এর মুকুট জিতলেন কোনো কৃষ্ণাঙ্গ তরুণী। আর সেই ইতিহাস গড়েছেন পামেলা উবা। 

১৯৭৪ সাল থেকে হয়ে আসা এ সুন্দরী প্রতিযোগিতায় প্রথম কৃষ্ণাঙ্গ তরুণী হিসেবে বিজয়ী হলেও মুকুট জয়ের পর ক্ষোভ আটকাতে পারেনি পামেলা। বলেছেন, কোনো কৃষ্ণাঙ্গ তরুণীর এই শিরোপা জিততে এত বছর লেগে যাওয়ার বিষয়টি অপ্রত্যাশিত।

চিকিৎসাবিজ্ঞানী পামেলা মূলত দক্ষিণ আফ্রিকান। ৭ বছর বয়সে মা ও তিন ভাইবোনের সঙ্গে দক্ষিণ আফ্রিকা থেকে আয়ারল্যান্ডে পাড়ি জমান তিনি। প্রথমে দেশটিতে আশ্রয় কেন্দ্রে থাকতে হয়েছে তাদের। এরপর কাউন্টি মায়োতে গিয়ে থিতু হয় পামেলার পরিবার। ওই সময় সরকারের দেওয়া ভাতার টাকায় ছেলে-মেয়েদের নিয়ে কষ্ট করে সংসার চালাতেন তার মা।

মডেলিংয়ে কোনো অতীত অভিজ্ঞতা নেই পামেলার। তবে মিস গালওয়ে-২০২০ এ অংশ নিয়েছেন। তখন থেকে তিনি বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। এখন তিনি ২০২২ সালে ক্যারিবিয়ান অঞ্চলের পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেবেন। সেখানেও ভালো করবেন বলে আশা এই কৃষ্ণাঙ্গ সুন্দরীর।