অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সমালোচনায় আমি আরও শক্তিশালী: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার  

গঠনমূলক সমালোনাকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

গঠনমূলক সমালোনাকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

গঠনমূলক সমালোনাকে স্বাগত জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এ ধরনের সমালোচনা তাকে আরও শক্তিশালী করে।

জাতীয় সংসদে চলমান অধিবেশনে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিরোধীদলীয় সংসদ সদস্যদের তীব্র সমালোচনার জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।’

‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল, ২০২১’ এবং ‘মেডিক্যাল ডিগ্রি (রিপিল) বিল, ২০২১’ নিয়ে আলোচনায় অংশ নেয়া বিরোধী দলের সংসদ সদস্যদের নানা সমালোচনা ও প্রশ্নের মুখে পড়েন স্বাস্থ্যমন্ত্রী।

সমালোচনাকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘উনারা বেশ এনার্জি দিয়ে চালিয়ে যাচ্ছেন। চালিয়ে যান, আমিও চালিয়ে যাব আপনাদের সঙ্গে। কাজেই কোনো অসুবিধা হবে না। আপনারা দোষত্রুটি খুঁজে পাবেনই। সমুদ্রের মধ্যে দুই বালতি ময়লা ফেললে সমুদ্র নষ্ট হয়ে যাবে না, পানি নষ্ট হয়ে যাবে না।’

বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা সরকার ও তাদের শাসনামলের তুলনা করে বক্তব্য রাখেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘আমরা জানি আপনারা কী বলতে পারেন। তাই আজকে প্রস্তুত হয়ে এসেছি। সারা দিন লাগবে।

স্বাস্থ্যসেবায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অর্জনের বিষয়টি সামনে এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সময় দুর্নীতির কারণে মানুষ মারা গেছে, গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। বাংলাদেশে আমরা তো উন্নয়ন করে পুরস্কার পেয়েছি। আর আপনারা পুরস্কার পেয়েছেন পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে। আমরা আর কিছু বলতে চাই না। আপনাদের বিষয়ে বলতে গেলে আমার সময় শেষ হয়ে যাবে।’

পরে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদও প্রশ্ন রাখেন স্বাস্থ্যমন্ত্রীর প্রতি। জানতে চান, বিএনপির সময় কী কোনো হাসপাতালে ৩৮ লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়েছিল? গত ১০ বছরে যে হাজার হাজার কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো ব্যবস্থা আছে?

পরিকল্পিতভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে জানিয়ে হারুন আরও বলেন, ‘বাংলাদেশে ১৩ বছর আপনারা ক্ষমতায় আছেন। দেশের গণতন্ত্রের সূচক কোথায় আছে? প্রতিদিন গণমাধ্যমে এমন কোনো বিভাগ নেই যেখানে দুর্নীতির খবর প্রকাশ হচ্ছে না।’

স্বাস্থ্যমন্ত্রীও বিএনপির সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে বলেন, ‘বিএনপির হারুন সাহেব বলেছেন ৩৮ লাখ টাকা দিয়ে পর্দা কেনা হয়েছে, কিন্তু এটা কোথায় হয়েছে আমার জানা নেই। এটা কেনা হয়নি। ভুল তথ্য দিলে জনগণ ভুল বুঝে, এটা সঠিক না।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২০ হাজার ইউনিট রয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, এর মধ্যে যন্ত্রপাতি রয়েছে। এটা ব্যবহার হলে একটা সময় পরে তা নষ্ট হয়ে যায়। একটা সময় এটা ঠিক করতে হয়। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ একটি চলমান প্রক্রিয়া।