অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে টিকা আসবে ২৪ কোটি: পররাষ্ট্রমন্ত্রী

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার   আপডেট: ০৪:০৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, '২৪ কোটি টিকা লাইন আপে রয়েছে। এই টিকা আগামী বছরের মার্চ- এপ্রিলের মধ্যে আমরা পাব বলে আশা করছি'। বুধবার (১৫ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এর মধ্যে ২ কোটি ৩০ লাখ লোককে টিকা দেয়া হয়েছে। এই ২৪ কোটি টিকার সিংহভাগ পাওয়া যাবে টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্স থেকে।

রাশিয়ার টিকা নিয়ে অগ্রগতি রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, রাশিয়ার টিকায় খুব একটা অগ্রগতি নেই। তবে কাজ চলছে। 

ভারতে বাংলাদেশের চেয়ে করোনা সংক্রমণের হার বেশি মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ভারতের নাগরিকদের ভ্রমণে রেড অ্যালার্ট না দিয়ে বাংলাদেশকে দিয়েছে। যুক্তরাজ্যের দাবি বাংলাদেশে আফ্রিকান বভ্যারিয়েন্ট রয়েছে, কিন্তু এই দাবির কোনও ভিত্তি নেই বলে জানান মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রীর অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয় যেন বলে, বাংলাদেশে কোনো আফ্রিকান ভ্যারিয়েন্ট নেই।