অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারত থেকে এলো উপহারের শেষ ৯ অ্যাম্বুলেন্স

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর

প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার   আপডেট: ১০:৩৬ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২১ বুধবার

ভারত সরকারের উপহারের আরও ৯টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। এ নিয়ে পাঁচ চালানে ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছাল। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্স ৯টি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এখন বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছে সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে নেওয়া হবে। পরে ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা সরকারের প্রতিনিধিদের হাতে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করবেন।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম বলেন, বন্দরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে উপহারের অ্যাম্বুলেন্সগুলো রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্সগুলো ঢাকায় নেওয়া হবে। পঞ্চম চালানের মাধ্যমে ভারতের দেওয়া সবকটি অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছাল।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ৪র্থ চালানে ২৯টি, ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০টি ও ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স দেশে আসে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।