অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই কেজি দরে বিক্রি

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী

প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার  

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ মন বই কেজি দরে বাজারে বিক্রি করে দিয়েছেন প্রধান শিক্ষক আলাউদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আইজউদ্দিন। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মিঠুন সরকার নামের এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে এসব বই বিক্রি করেন তারা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকসহ ওই এলাকার সাধারন মানুষ। 

বই ক্রেতা মিঠুন সরকার জানান, সোমবার শেষ বিকালে তিনি পুরাতন লোহা ক্রয়ের জন্য ওই এলাকায় যান। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষক আইজউদ্দিন তাকে ডেকে সাড়ে ১৪ মন বই বিক্রি করে দেন। 

রাঙ্গাবালী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনাধি বাহাদুর জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে। 

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওই বিদ্যালয়ের সভাপতি মাশফাকুর রহমান অবগত নয় বলে জানিয়েছেন। তিনি বলেন, বিদ্যালয়ের কোন কিছু ক্রয় কিংবা বিক্রি করতে হলে মিটিংসহ রেজুলেশন করা প্রয়োজন। কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। 

এ বিষয়ে মোডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।