অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সংসদ অধিবেশন শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:২২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার  

একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ মঙ্গলবার সকাল ১১টা ৪ মিনিটে  স্পিকার  ড. শিরীন শারমিন চৌধুরীর  সভাপতিত্বে পুনরায় শুরু হয়েছে।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ১৬ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। 

প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা ছিল। কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের প্রয়োজনে অধিবেশনের কার্যকাল বাড়ানো হয়েছে। পরের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আবার শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত  অধিবেশন চলার কথা রয়েছে।