অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অর্থবছরের প্রথম দুই মাসে পোশাক রফতানি কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:০৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ১১:১৭ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে পোশাক রফতানি কমেছে ১.২৭ শতাংশ। জুলাই এবং আগস্ট মাসে পোশাক রফতানি হয়েছে ৫.৬৪০ বিলিয়ন মার্কিন ডলার। আর আগের অর্থ বছরে একই সময়ে রফতানি হয়েছিল ৫.৭১২ বিলিয়ন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

বিভাগভিত্তিক হিসেবে নিটওয়্যার রফতানি বেড়েছে ৪.৬৩ শতাংশ। চলতি অর্থবছরে রফতানি হয় ৩.২৫৮ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩.১১৪ মার্কিন ডলার। 

বোনা পোশাক রফতানি কমেছে ৮.৩৩ শতাংশ। চলতি অর্থবছরের রফতানি হয় ২.৩৮১ বিলিয়ন ডলার আর গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ২.৫৯৮ বিলিয়ন ডলার। 

এদিকে হোম টেক্সটাইল রফতানি বেড়েছে ৪.১৮ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে গোম টেক্সটাইল পণ্য রফতানি হয় ১৭৫.০৬ মিলিয়ন ডলার আর গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ১৬৮.০৩ মিলিয়ন ডলার।  

২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থ্ছরে বাংলাদেশের রফতানি ১২.৫৫ শতাংশ বেড়ে হয় ৩১.৪৫৬ বিলিয়ন ডলার। তবে সেটা ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় কম। সে অর্থবছরে রফতানি হয়েছিল ৩৪.১৩৩ বিলিয়ন ডলার।