অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ালো সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার   আপডেট: ০২:০৩ এএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

সৌদি পাসপোর্ট বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে ওই মেয়াদ বাড়ানো হবে

সৌদি পাসপোর্ট বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে ওই মেয়াদ বাড়ানো হবে

সৌদি আরব দেশের বাইরে থাকা প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ বাড়িয়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে থাকা সৌদিপ্রবাসীদের ভিসা, এক্সিট ভিসা, রি-এন্ট্রি ভিসাসহ রেসিডেন্স পারমিটের (ইকামা) মেয়াদ কোনো ফি বা জরিমানা ছাড়াই আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ।

সৌদি পাসপোর্ট বিভাগ জানায়, স্বয়ংক্রিয়ভাবে ওই মেয়াদ বাড়ানো হবে। এ জন্য কাউকে পাসপোর্ট অফিস বা সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না। 

করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবেলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বাড়ানোর এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক সমস্যা কাটাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।