অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওটিটি প্লাটফর্ম আসছে নীতিমালার আওতায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার   আপডেট: ০২:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

ওটিটি প্লাটফর্ম অর্থাৎ ওভার দ্য টপ এ কনটেন্ট প্রকাশে নীতিমালা তৈরি করা হচ্ছে

ওটিটি প্লাটফর্ম অর্থাৎ ওভার দ্য টপ এ কনটেন্ট প্রকাশে নীতিমালা তৈরি করা হচ্ছে

ওটিটি প্লাটফর্ম অর্থাৎ ওভার দ্য টপ এ কনটেন্ট প্রকাশে নীতিমালা তৈরি করা হচ্ছে। এই তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওটিটি বিনোদনের দুনিয়া। এক সময় এই প্লাটফর্ম বলতে শুধু টেলিভিশনকে বুঝাতো। কিন্তু এখন বায়োস্কোপ, নেটফ্লিক্স, হইচই-এর মতো দেশি বিদেশি মাধ্যমগুলোও এর অন্তর্ভুক্ত।

এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ওটিটি প্লাটফর্ম একটি ক্রমবর্ধমান বাস্তবতা। এর কোন কনটেন্ট রিলিজ করতে হলে এখন কোন অনুমোদনের প্রয়োজন নেই। আমি সাম্প্রতিক ভারত সফরে সেখানকার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করেছি। তারা কিভাবে বিষয়টিকে দেখভাল করছেন জেনেছি।’

তথ্যমন্ত্রী বলেন ‘আমরাও একটি প্রাথমিক খসড়া তৈরি করেছি। সেটি আমরা সহসাই প্রজ্ঞাপণ আকারে প্রকাশ করতে পারব বলে আশা করছি। ওটিটি এতো বিস্তৃত ও ব্যাপক এটিকে সেন্সর বোর্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা একটি বিরাট ও দুরূহ কাজ। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতে বা অন্যান্য দেশে যেভাবে করা হচ্ছে সেভাবেই নীতিমালার খসড়া করা হবে। এটিকে যাচাই বাছাইয়ের পর প্রজ্ঞাপণ আকারে প্রচার করা হবে।’