অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাশকতার মামলা: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার   আপডেট: ০১:৩৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার

নাশকতার মামলা: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নাশকতার মামলা: সাবেক ছাত্রদল নেতাসহ ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সেইসঙ্গে  দুইদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশও এসেছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত এই আদেশ দেন।

অন্য আসামিরা হলেন-ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার ওরফে সেতু, বরিশাল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে রুহুল মৃধা এবং আশরাফুল ইসলাম।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই (নি.) মইনুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর এই চার আসামির তিনদিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রিমান্ড শুনানির দিন সোমবার (১৩ সেপ্টেম্বর) ধার্য করেন। রিমান্ড শুনানির আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ৮ সেপ্টেম্বর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। জানা গেছে, অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী ধানমন্ডি লেকের ধারে জড়ো হয়,  সরকারবিরোধী নাশকতামূলক কাজের পরিকল্পনা করছিল। পুলিশ সে সময় তাদের জিজ্ঞাসাবাদ করলেও সন্তোষজনক জবাব পায়নি। বরং মারমুখী হয়ে পুলিশ সদস্যদের হামলা চালালে এক পুলিশ সদস্য আহতও হয়।  এই ঘটনায় পুলিশ ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করে।