অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

মৃত্যু আবার অর্ধশতাধিক, বেড়েছে শনাক্তও

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার   আপডেট: ০৫:৪১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৬ হাজার ৯৩১ জন

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৬ হাজার ৯৩১ জন

দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা দুটোই বেড়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। শনিবার মৃত্যুর এই সংখ্যা ছিল ৪৮, শুক্রবার মারা যান ৩৮ জন।

**২৪ ঘন্টায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৫ হাজার ৭৪ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১ হাজার ৮৭১ জনের। গতকাল শনিবার ১ হাজার ৩২৭ করোনায় সংক্রমিত হন।

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.৪৬। শনিবার ছিল ৭.০৩, শুক্রবার ৮.৬৫। 

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২৬ হাজার ৯৩১ জন। আর মোট শনাক্ত ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন।

২৪ ঘণ্টায় মৃত্যু: ৫১
মোট মৃত্যু: ২৬ হাজার ৯৩১
শনাক্ত : ১ হাজার ৮৭১
মোট শনাক্ত: ১৫ লাখ ৩০ হাজার ৪১৩
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ২৫ হাজার ৭৪
শনাক্তের হার: ৭.৪৬ শতাংশ
সুস্থ: ৩ হাজার ৫৮৬
মোট সুস্থ: ১৪ লাখ ৭৮ হাজার ৮২১

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ৪৩ জন এবং ৮ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে।

মৃতদের মধ্যে ১৯ জন ঢাকার, ১৪ জন চট্টগ্রামের, ১ জন রাজশাহীর। ৯ জন খুলনায়, ৬ জন সিলেটের এবং ১ জন করে রংপুর এবং ময়মনসিংহের বাসিন্দা। রবিবার বরিশাল বিভাগ মৃত্যু শুন্য।

ঢাকা: ১৯

চট্টগ্রাম: ১৪

রাজশাহী: ১

খুলনা: ৯

সিলেট:  ৬

রংপুর:  ১

ময়মনসিংহ: ২

 

রবিবার পুরুষের তুলনায় নারীর মৃত্যু বেশি হয়েছে।

পুরুষ: ২২

নারী:  ২৯

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ১ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে।  ৮১-৯০ এর মধ্যে ১ জন, ১২ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৮ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া ১৬ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৭ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এছাড়া ৩১-৪০ এর মধ্যে ৩ জনের বয়স। এছাড়া ২১-৩০ এর মধ্যে ২ জন এবং ১ জনের বয়স ১১-২০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২১।