অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জাতি সরকারকে ঘৃণার চোখে দেখছে: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার  

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবীর রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবীর রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে আজ মিথ্যা কথা বলা হচ্ছে। দেশের শ্রেষ্ঠ বীরদের অপমান করা হচ্ছে। আজ প্রশ্ন তোলা হচ্ছে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করেছেন কি না।’

সরকারকে উদ্দেশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘যে ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিলেন, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন? যার সহধর্মিণী বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে গণতন্ত্রকে রক্ষা করেছেন, তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন? জাতি আপনাদের ঘৃণার চোখে দেখছে।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাবেক ছাত্রনেতা আনসার আলী খান জয়ের মৃত্যুতে আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনি আপনার এক বক্তব্যে বলেছেন, ‘বিএনপি আন্দোলন হলে ঘরে বসে থাকে।’ আপনার বক্তব্য সঠিক। কিন্তু, আপনার বক্তব্য থেকে একটি শব্দ ছুটে গেছে। সে শব্দটি হলো‘লাল ঘরে’ বসে থাকে। ঘরের আগে ‘লাল’ শব্দটি বসবে। কারণ, আন্দোলনের কর্মসূচি দেওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পযন্ত কাউকে আপনারা ঘরে থাকতে দেন না। গ্রেপ্তার করেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রশংসা করে বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান চাইলে লন্ডনে আরাম-আয়েশে বসবাস করতে পারতেন। কিন্তু, তিনি দলকে শক্তিশালী করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন।