অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনা শনাক্ত কমে ৫ শতাংশ

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০১:১২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রোববার  

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ শতাংশ।

রবিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৬৮ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮০১ জনের।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৩ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন ব্যক্তির সবাই উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।