অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় নতুন করোনা রোগিহীন চট্টগ্রামের ১০ উপজেলা

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:১৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার  

চট্টগ্রামের ১৪ উপজেলার ১০টিতে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো করোনা রোগি শনাক্ত হয়নি। এ সময় জেলায় ভাইরাসের সংক্রমণ হার আরো কমে ৬ শতাংশের নিচে নেমেছে। নগরী ও চার উপজেলায় জীবাণুর সংক্রমণ ঘটে ৮২ ব্যক্তির শরীরে। সংক্রমণ হার ৫ দশমিক ৫৩ শতাংশ। এ সময়ে শহরের এক রোগির মৃত্যু হয়।
 
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এ সব তথ্য জানা যায়। 

রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ ও নগরীর ৮ ল্যাবে গতকাল শুক্রবার চট্টগ্রামের ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ৮২ জনের মধ্যে শহরের ৪৩ ও ৪ উপজেলার ৩৯ জন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ৭৪৮ জন। এর মধ্যে শহরের ৭৩ হাজার ৫৫ ও গ্রামের ২৭ হাজার ৬৯৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ১৬, রাউজানে ১২, রাঙ্গুনিয়ায় ৭ ও আনোয়ারায় ৪ জন রয়েছেন।

গতকাল করোনায় শহরের একজন মারা যান। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৬৫ জন হয়েছে। এতে শহরের  ৭০২ ও গ্রামের ৫৬৩ জন। আক্রান্তদের মধ্যে করোনামুক্ত হয়েছেন নতুন ১ হাজার ১১৯ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৭৯ হাজার ৬৩৫ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১০ হাজার ১৬৩ জন এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৬৯ হাজার ৪৭২ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে যুক্ত হন ১৫৫ এবং ছাড়পত্র নেন ১৮২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৪১২ জন।