অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১ শনিবার  

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। ছবি-সংগৃহিত

সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। ছবি-সংগৃহিত

চীনের সঙ্গে সাড়ে সাত কোটি করোনার টিকা চুক্তির আওতায় আরও ৫৪ লাখ এক হাজার ৩০০ ডোজ সিনোফার্মের টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে টিকা নিয়ে আসা বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে টিকাগুলো গ্রহণ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. ছামসুল হক।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিউটি অফিসার ইন্সপেক্টর জহিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাত ১২টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট বিজি-৫০৬৫ টিকাগুলো নিয়ে বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান শুক্রবার রাত নিজের ফেসবুকে দেওয়া পোস্টে টিকা আসবে বলে জানান। হুয়ালং ইয়ান লিখেছেন, এই ৫৪ লাখ টিকা চীনের কাছ থেকে বাংলাদেশ কিনেছে।

চীনের কাছ থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করা হয়েছে। এই টিকা ধাপে ধাপে বাংলাদেশে পাঠাচ্ছে বেইজিং।

চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই ২০ লাখ টিকা এসেছে। দ্বিতীয় দফায় ১৭ ও ৩০  জুলাই আরও ২০ এবং ৩০ লাখ টিকা এসেছে।

এ ছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।