অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জেএমবির শীর্ষ নেতা মোহাম্মদ এমদাদুল হক রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার   আপডেট: ০৫:৩৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

জেএমবির শীর্ষ নেতা মোহাম্মদ এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড

জেএমবির শীর্ষ নেতা মোহাম্মদ এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড

মোহাম্মদপুরের বসিলার জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা মোহাম্মদ এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত রিমান্ডের আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই শাকিল জোয়ার্দ্দার আসামিকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় দশ দিনের রিমান্ডের আবেদন করেন।  তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এরআগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বসিলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিভক্ত জেএমবির একটি গ্রুপের কর্ণধার এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে গ্রেফতার করে র‌্যাব।

অভিযানের জায়গা থেকে পিস্তল, গুলি, বিস্ফোরক, নগদ পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু জিহাদি বই জব্দ করা হয়।