অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারী ক্রিকেট নিষিদ্ধ করায় আফগানিস্তানের সাথে খেলবে না অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার  

ইতোমধ্যে আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির নতুন তালেবান সরকার। আর এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে আফগানিস্তানের পুরুষ দলের বিপক্ষে টেস্ট খেলবে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। 

বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

সিএর পক্ষ থেকে বলা হয়, ‘ক্রিকেট সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার। এটা এমন একটা খেলা যেটা সবাই খেলতে পারে। যে কোন স্তরে নারীদের ক্রিকেট খেলাকে আমরা সমর্থন করি। সংবাদমাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, নারীদের ক্রিকেটকে সমর্থন করছে না আফগানিস্তান। এই সিদ্ধান্ত বহাল থাকলে আফগানিস্তানের ছেলেদের বিপক্ষে হোবার্টে যে টেস্ট আয়োজন করার কথা ছিল তা আমাদের পক্ষে খেলা সম্ভব হবে না।’

অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বলেন, ‘তালেবানদের উপর নজর রাখা হচ্ছে। এটা চিন্তার বিষয়। কোনও খেলা থেকে নারীদের বাদ দেয়া মেনে নেয়া যায় না।’

তালেবান কর্তৃক আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ করার বিষয়ে আইসিসির কাছে বিস্তারিত জানিয়েছেন কোলব্যাক। তিনি বলেন, ‘এই ভয়ঙ্কর সিদ্ধান্তের  বিপক্ষে আইসিসির পদক্ষেপ নেয়া উচিত।’

এদিকে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরবর্তী বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আফগানিস্তনের বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও দারুণ সাফল্য পেয়েছে তারা।’