অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশ-ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারের আশা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার  

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেস্বর) বাংলাদেশে নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক তার বিদায় সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। 

সাক্ষাতের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী ইইউর দূতকে বলেন, বাংলাদেশ তার সব উন্নয়ন প্রকল্পে পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছে। কেননা বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। এসময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতা শেয়ার করেন তিনি। 

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করবে। প্রকৃতিতে সৃষ্ট অপ্রত্যাশিত তাপ যাচাই করতে তিনি ইইউর সমর্থন চেয়েছেন।

রোহিঙ্গাদের সম্পর্কে শেখ হাসিনা বলেন,  এটা দেশের জন্য নিরাপত্তার হুমকি হয়ে উঠছে কারণ জোরপূর্বক বাস্তুচ্যুত অনেকেই নিজেদের অসামাজিক কার্যকলাপে লিপ্ত করেছে।

টিরিঙ্ক প্রধানমন্ত্রীকে বলেন, ইইউ সদস্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে।

নেদারল্যান্ডের বাসিন্দা রেন্সজে তিরিংক বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সাহায্য করার জন্য তার দেশের কিছু উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা রয়েছে।