অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিশ্বকাপের দল ঘোষণা টাইগারদের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০২:৪৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

তামিম ইকবাল থাকবেন না জানার পর বিশ্বকাপ দলে কোন চমক থাকবে না সেটা অনুমান করাই ছিল। বাস্তবে হয়েছেও সেটাই। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা দল থেকেই বাছাই করা হয়েছে ১৫ জনকে। 

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষের স্কোয়াডের ১৯ জন থেকে কেবল বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। 

এদিকে তরুণদের মধ্যে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম ও শামিম হোসেন পাটোয়ারী। ২১ বছর বয়সী আগ্রাসী এই ব্যাটসম্যান ও অফ স্পিনার এখনও পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে অভিষেক হয় তার। ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে বড় ভূমিকা রাখেন দলের জয়ে। 

অন্যদিকে জাতীয় দলে তিন সংস্করণেই অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। মোস্তাফিজের সঙ্গে জুটি হয়ে বল করতে দেখা যাবে এই বাঁহাতিকে। 

ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে বাংলাদেশকে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। 

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যান্ডবাই- রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।