অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তৃতীয় ম্যাচ টাইগারদের হাতছাড়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার   আপডেট: ১০:০৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার

সিরিজের প্রথম দুই ম্যাচের জয়ের পর তৃতীয় ম্যাচ হাতছাড়া হলো টাইগারদের। ৫২ রানে হেরে গেলো নিউজিল্যান্ডের বিপক্ষে। মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৯ রানের লক্ষ্যও তাড়া করতে নেমে ৭৬ রানে থেমে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তৃতীয় ম্যাচে ৫২ রানের বড় জয়ে পাঁচ ম্যাচ সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

১২৯ রানের লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল টাইগাররা। ওপেনিং জুটিতে লিটন দাস আর নাইম শেখ ১৭ বলেই তুলে নিয়েছিলেন ২৩ রান। কিন্তু ১১ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে লিটন আউট হওয়ার পরই বিপদ নেমে আসে স্বাগতিক শিবিরে। এরপর যেন হুড়মুড় করে গুড়িয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।

এরপর শুরু হয় আসা আর যাওয়ার মিছিল। এমনকি ক্রাইসিস ম্যান মাহমুদউল্লাহ এদিন ব্যর্থ। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের শততম টি-টুয়েন্টি ম্যাচকে রাঙাতে পারলেন না টাইগার অধিপতি।

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১২৯

এক প্রান্ত মুশফিকুর রহীম আগলে রাখলেও মাথার ওপর রানের চাপ বেড়েই গেছে। সেই চাপ সামলে কাছাকাছিও যেতে পারেনি রিয়াদ বাহিনী। মুশফিক ৩৭ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশকে এমন লজ্জায় ফেলার কারিগর কিউই দুই স্পিনার অ্যাজাজ প্যাটেল আর কোল ম্যাকেঞ্চি। প্যাটেল ১৬ রানে ৪টি, ম্যাকেঞ্চি ১৫ রানে নেন ৩ উইকেট।