অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভালো শুরুর পর টাইগারদের ব্যাটিং ধস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৩০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার   আপডেট: ০৭:৩৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার

মন্থর উইকেট বিবেচনায় লক্ষ্য ছোট নয়, সে তুলনায় শুরুটা ভালোই করে বাংলাদেশ। কিন্তু ৯ রানে চার উইকেট হারিয়ে এখন চাপে আছে টাইগাররা। 

নাইম-লিটনের ওপেনিং জুটিতে দুই ওভারে আসে ১৫ রান। পরে দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান লিটন দাস। কিন্তু ইনিংস লম্বা করার আগেই কোল ম্যাকঞ্চির বলে এলবিডব্লিউর শিকার হন লিটন। 

ডানহাতি-বাঁহাতি হিসাব মেলাতে আর দ্রুত কিছু রান যোগ করতে লিটন আউট হওয়ার পর নামানো হয় শেখ মাহাদিকে। কিন্তু সে পরিকল্পনা ব্যর্থ হয়। ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এজাজ প্যাটেলের বলে। সে ওভারেই আউট হন সাকিবও। 

দুই ওভারে ১৫-০ থেকে পাওয়ার প্লে শেষ হয় ৩০-৩ দিয়ে। পরের ওভারে আবারও কিউই স্পিনারদের কাছে ধরাশায়ী হন নাঈম শেখ। এবার রাচিন রবিন্দ্রের বলে বোল্ড হন এই বাঁহাতি। 

৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর এখন ৪২-৪।