অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১২৯

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার   আপডেট: ০৫:৫১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রোববার

বড় সুযোগ কাজে লাগাতে না পারায় কিছুটা হতাশ হওয়ার কথা নিউজিল্যান্ডের। তবে এত ভালো শুরুর পরও কিউইদের ১২৮ রানে আটকে রাখার কৃতিত্ব টাইগার বোলারদেরই। এখন বাকি কাজটুকু শেষ করতে হবে ব্যাটসম্যানদের। 

৬২ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। আর কোন উইকেট না হারিয়ে শেষ ৯ ওভারে যোগ করে ৬৬ রান। 

প্রথম দুই ওভারে উইকেটের হিসেবে বেশিই রান দিয়ে ফেলেছিলেন মেহেদি-নাসুম। তাই তৃতীয় ওভারেই বোলিংয়ে আনা হয় মোস্তাফিজকে। এসেই নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন ফিজ। 

শেখ মেহেদির করা প্রথম ওভারে দুই বাউন্ডারিতে আসে ১০ রান। পরের ওভারে নাসুমকে এক বাউন্ডারি মেরে দলীয় রান ১৬ তে নিয়ে যান ফিন অ্যালেন। 

করোনার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি অ্যালেন। সুযোগ মিলতেই নিজের মারকাটারি ব্যাটিং শুরু করেন টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট রাখা ব্যাটসম্যান। 

তবে মোস্তাফিজের কাছে প্রথমেই হার মানেন এই ডানহাতি। ফিজের কাটার ফ্লিক করতে গিয়ে ধরা পড়েন মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। 
 
এক উইকেট হারালেও পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড তুলে নেয় ৪১ রান। কিন্তু তারপর থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশের বোলাররা। একে একে ফিরিয়ে পাঁচ কিউই ব্যাটসম্যানকে। 

শুরুটা করেন সাইফুদ্দিন। তার করা সপ্তম ওভারে্ এলবিডব্লিউ হয়ে সাজঘরে যান উইল ইয়ং ও কলিন ডি গ্রান্ডহোম। 

দশম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে ওপেনার রাচিন রবিন্দ্রকে ফেরান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শততম টি-টোয়েন্টি ম্যাচে এই ওপেনারকে বোল্ড করে রাঙিয়ে নিলেন কাপ্তান। 

পরের ওভারে আবারও উইকেট। এবার কিউই কাপ্তান টম লাথামকে নিজের বলে নিজেই ক্যাচ নিয় আউট করেন শেখ মেহেদি।