অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, ২৯৫ জন হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার  

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জন মারা গেছেন। চলতি বছরে বুধবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ জন ঢাকার এবং ৪৫ জন ঢাকার বাইরে।  

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ১৫৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ১৫ জন, আর বাকি ১৪১ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৯ হাজার ৪৪৭ জন।