অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বুধবার বসছে সংসদের ১৪তম অধিবেশন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ৩১ আগস্ট ২০২১ মঙ্গলবার   আপডেট: ১২:০৮ এএম, ১ সেপ্টেম্বর ২০২১ বুধবার

জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বসছে আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর)। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পাঁচটায় অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস। বসবে শুক্রবারও।

করোনার কারণে এবারও মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি। এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের বাজেট অধিবেশন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মহামারীকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।