অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডেঙ্গুতে চলতি বছর আক্রান্ত ১০ হাজার ছাড়ালো

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৪১ পিএম, ৩০ আগস্ট ২০২১ সোমবার  

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দশ হাজার ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২১৩ জন ঢাকার এবং ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি আগস্ট মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে সাত হাজার ৪৯৫ জনের। এর আগে, গত জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে এবং আগস্ট মাসে এখন পর্যন্ত ৩০ জন মারা গেছেন।

বর্তমানে রাজধানী বিভিন্ন হাসপাতালে এক হাজার চার জন ও ঢাকার বাইরে ১৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।