অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরিবেশ খাতে বিশেষ অবদান রাখায় ৮ জন পাচ্ছেন পুরস্কার

অপরাজেয় বাংলা ডেস্ক

প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার   আপডেট: ০৬:২১ পিএম, ২৮ আগস্ট ২০২১ শনিবার

এ বছর পরিবেশ খাতে বিশেষ অবদান রাখায় গ্রীনম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন ৮  নাগরিক। বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিয়লনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। 

প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ পুরস্কার দিয়ে থাকে সবুজ আন্দোলন নামক একটি সংগঠন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় নিয়ে রাষ্ট্রের পক্ষে জনসচেতনতা তৈরি ও আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ে কাজ করে থাকে সবুজ আন্দোলন। সংগঠনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য তিন সদস্যের সিলেকশন কমিটি গঠন করা হয়।

 এ বছর গ্রীনম্যান অ্যাওয়ার্ড পাচ্ছেন –

১. গাছের প্রজনন বৃদ্ধি ও মৃত্তিকা গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন

২. বায়ু দূষণ ও পরিবেশ সচেতনতায় প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গোলাম ইফতেখার মাহমুদ

৩. নদী গবেষণা ও ঢাকা সিটির পরিবেশ সচেতনতায় রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টার’র চেয়ারম্যান মোহাম্মদ এজাজ

৪. সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ বিপর্যয় নিয়ে জনসচেতনতা তৈরিতে চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাকসুদ-উন-নবী

৫. পরিবেশ সংক্রান্ত দুর্নীতি রিপোর্ট প্রকাশ ও পরিবেশ সচেতনতায় বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক

৬,. ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কর্মীদের জীবন বৃত্তান্ত গণমাধ্যমে তুলে ধরায় বাংলা টিভি স্টাফ রিপোর্টার মোঃ শাহারিয়ার আল মামুন

৭. গবেষণাধর্মী প্রতিবেদন ও পরিবেশ সচেতনতায় মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ঊষা ফেরদৌস 
৮. পরিবেশ গবেষণা ও জনসচেতনতায় বৃদ্ধিতে ভূমিকা রাখায় দৈনিক অধিকার'র ফিচার সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আমাদের খুব ভালো লাগছে বাংলাদেশের ৮ বিশিষ্ট নাগরিককে এবছর "গ্রীনম্যান অ্যাওয়ার্ড" দিতে পেরে। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের পেশার প্রতি সম্মান রেখে এবং দেশপ্রেমের চেতনায় বলিয়ান হয়ে রাষ্ট্রকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ করতে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলেছেন। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশের সকল নাগরিক পরিবেশ সম্পর্কে সচেতন হবেন এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে কাজ করবেন।

সবুজ আন্দোলনের মহাসচিব মহসিন সিকদার পাভেল বলেন, আমরা প্রতি বছর পরিবেশ খাতে বিশেষ ভূমিকা রাখায় বেশকিছু গুণী ব্যক্তিদের সংবর্ধনা দিয়ে থাকি। এ বছর যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন সকলেই যোগ্য এবং অনুকরণীয়। আগামী বছর আমাদের এই অনুষ্ঠান আরো বড় পরিসরে আয়োজন করার চিন্তা রয়েছে। সকলের সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে আমাদের প্রাণের সংগঠন সবুজ আন্দোলন।