অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গোল্ডেন হ্যালো: চাকরিতে যোগ দিলেই ১০০০ ডলার দিচ্ছে অ্যামাজন

সাতরং ডেস্ক

প্রকাশিত: ১১:২৪ এএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার   আপডেট: ১১:২৪ এএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার

কর্মী সংকটে ভুগছে বিশ্বের অন্যতম ডিজিটাল মার্কেটিং সাইট অ্যামাজন। সমস্যা সমাধানে গুদামের কর্মী হিসেবে যোগ দিলেই একহাজার ডলার করে দিচ্ছে অ্যামাজন। যে প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘গোল্ডেন হ্যালো’।

অ্যামাজন যুক্তরাজ্য জুড়ে পূর্ণকালীন এবং খণ্ডকালীন গুদাম কর্মীদের চেয়ে একটি বিজ্ঞাপন দিচ্ছে, যেখানে পিকার এবং প্যাকার পদে ৫০ এলবিএস পর্যন্ত উত্তোলন করতে সক্ষম এমন লোক নিয়োগ দেয়া হবে। 

ইভিনিং স্ট্যান্ডার্ড অনুসারে, ১৮ সেপ্টেম্বরের মধ্যে যোগদানকারী প্রত্যেককে ১০০০ হাজার ডলার করে দেয়া ঘোষণা দেয়া হয়েছে। 

কর্মীদের পূর্ববর্তী কোন প্রশিক্ষণের প্রয়োজন নেই, এবং অবিলম্বে কাজ শুরু করতে পারবেন। কাজের জন্য প্রতি ঘন্টায় ১১.১০ ডলার ও ওভারটাইমের জন্য ২২.২০ ডলার দেয়া হবে। 

করোনা শুরুর পর থেকেই অনলাইন ব্যবসা অনেক বেশি বেড়েছে। গত দেড় বছরে শুধু যুক্তরাজ্যেই নতুন ২০ হাজার কর্মী নিয়োগ দিয়েছে অ্যামাজন। তারপরও তাদের অনেক লোকবল প্রয়োজন হচ্ছে।