অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বটগাছের মাথায় মধ্যবয়সী নারী, নামাতে ফায়ার সার্ভিস

সাভার করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:০৭ এএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার  

সাভার পৌরসভা এলাকার একটি বটগাছের শেষ প্রান্তে দেখা যাচ্ছিল মধ্য বয়সী এক নারীকে। বিকেল থেকে তাকে নিচে নামানোর সব চেষ্টাই হয় ব্যর্থ। অবশেষে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।

রবিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নামাবাজারের পঞ্চবটী আশ্রমের বটগাছ তাকে থেকে নামাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের একটি দল।

আমেনা বেগম নামের সেই নারী ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার কাশির চরণ গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। রেডিও কলোনী এলাকার নয়াবড়িতে এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চবটী আশ্রমের একটি বটগাছের উপরে উঠে এক নারীকে বসে থাকতে দেখেন স্থানীয়রা। তখন ঘটনাটি সাভার ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে ওই নারীকে বটগাছ থেকে নামানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সাড়ে ৮টার দিকে তাকে গাছ থেকে নামানো হয়। 

জানা গেছে, তিন বছর আগেও তিনি একটি গাছে উঠে বসেছিলেন সেখান থেকেও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে যান তারা। প্রাথমিকভাবে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন। মূলত গাছটির একটি ডালে তিনি বসে ছিলেন। মাটি থেকে উচ্চতা প্রায় ৫০ ফিট হবে। নানাভাবে বুঝিয়ে দুই ঘণ্টার চেষ্টায় তাকে নামিয়ে আনা হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।