অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমি আজ তাঁর কথা বলবো

কালের যাত্রী

প্রকাশিত: ১২:০৩ এএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০১:২৬ এএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

আমি আজ তাঁর কথা বলবো 
যিনি একটি বেদনার মহীরুহ বটবৃক্ষ 
হৃদয়ে ধারণ করে বয়ে চলেছেন 
আর সারা বাংলাদেশকে সুশীতল ছায়া দিয়ে যাচ্ছেন,
যিনি সেই বেদনার সহস্র অশ্রুধারা শুষে নিচ্ছেন অন্তরে 
আর অন্তর থেকে স্নিগ্ধতার ফল্গুধারা  দিচ্ছেন বিলিয়ে কোটি মানুষের মাঝে 
যিনি শোকাহত হয়েছেন পাথরের মতো পরিবারকে হারিয়ে আর
সেই প্রস্তরে ফুটিয়ে ফুল, সুগন্ধ ও সৌরভ ছড়াচ্ছেন দিক থেকে দিগন্তে-
যিনি খুঁজে বেড়ান পিতার আশীর্বাদের দক্ষিণ হস্ত 
যিনি চৈতন্যে নিমগ্ন থাকেন মমতাময়ীর ছোঁয়া পেতে 
যিনি ব্যাকুল হয়ে প্রতীক্ষায় থাকেন 
আদরের ছোট্ট ভাইয়ের কপালে চুমু খেতে 
যিনি স্মৃতির গভীরে গিয়ে ফিরে পান 
পারিবারিক সুখ স্মৃতি,
তিনি মানবতার জননী, এই মাটি, মানুষের নির্ভরতার শেষ আশ্রয়।
 
তিনি ভুলেছেন সকল বেদনা ও শোক 
ধারণ করে হৃদয়ে এই বাংলাদেশ 
ও সুখ- দুঃখে ভরা তার সব লোক।