অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০৪ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৫:৩১ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার   আপডেট: ০৬:২৯ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায়ই অধিকাংশ রোগি (১৯৪ জন)। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। 

শনিবার (৭ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৮ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৩৯ জন।

এর আগে শুক্রবার (৬ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।