অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরীমনির সঙ্গে সম্পর্ক, সরানো হলো তদন্ত কর্মকর্তা সাকলায়েনকে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার   আপডেট: ০৪:১৪ পিএম, ৭ আগস্ট ২০২১ শনিবার

পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলকে তার দায়িত্ব থেকে সরানো হয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুর ২টা ২৮ মিনিটে ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডিসি গোলাম সাকলায়েনকে পিওএম পশ্চিমে পদায়িত করা হয়েছে।

সাভারের বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কর্মরত সাকলায়েন।

জানা গেছে, পুলিশের এই কর্মকর্তা অনেক সময় পরীমনির বাসায় গেছেন আবার নায়িকাও তার বাসায় যান। তারা অনেক সময় গাড়িতে একসঙ্গে ঘুরতেও বের হতেন। সাকলায়েনের বাসায় পরীমনি যাওয়ার দিনের একটি ভিডিও ফুটেজ দেখা যায়। ফুটেজ অনুযায়ী সে বাড়িতে পরীমনি প্রায় ১৮ ঘন্টা কাটিয়েছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বাীকার করেন পরীমনি। 

সিসিটিভি ফুটেজ দেখা যায়, ১ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে পরীমণির সাদা রংয়ের হ্যারিয়ার গাড়িটি নিয়ে গোলাম সাকলায়েনের রাজারবাগের অফিসার্স কলোনির মধুমতি ভবনের সরকারি ফ্ল্যাটে বাসায় আসেন। প্রথমে সেই গাড়ি থেকে বের হন  লাল রংয়ের টি-শার্ট পরা সাকলায়েন। এরপর সাদা রংয়ের একটি স্লিপিং গাউন পরে নামেন নায়িকা পরীমণি। সেই রাতে সোয়া ২টায় ওই ভবন থেকে বের হন পরীমণি। তবে রাতে বের হওয়ার সময় পরীমনির পরনে ছিল কালো রংয়ের পোশাক, আর সাকলায়েনের গায়ে সাদা টি-শার্ট।