অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোকিও অলিম্পিক: সাঁতারে ঐতিহাসিক শেষ দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:০১ পিএম, ১ আগস্ট ২০২১ রোববার  

টোকিও অলিম্পিকে পাঁচ স্বর্ণপদক জেতেন যুক্তরাষ্ট্রের সাতারু কাইলব ড্রেসেল।

টোকিও অলিম্পিকে পাঁচ স্বর্ণপদক জেতেন যুক্তরাষ্ট্রের সাতারু কাইলব ড্রেসেল।

টোকিও অলিম্পিকে শেষ হয়েছে সাঁতারের সব ইভেন্টে। রবিবার (১ আগস্ট) শেষ দিনে অনুষ্ঠিত হয় পাঁচ ফাইনাল। সবগুলোই উপহার দিয়েছে রোমাঞ্চকর সব লড়াই। যেখানে দাপট দেখিয়েছে যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া। 

ড্রেসেলের আধিপত্য:

টোকিওর সুইমিং পুলে শেষ দিনেও নিজের আধিপত্য ধরে রাখেন মাইকেল ফেলপসের স্বদেশী কাইলেব ড্রেসেল। ৫০ মিটার ফ্রিস্টাইলে জিতে নিশ্চিত করেন টোকিওতে চতুর্থ স্বর্ণপদক জয়। যেখানে দ্বিতীয় হয়েছেন রিও অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণজয়ী ফ্রান্সের ফ্লোরেন্ট মানাডাউ। 

দুর্দান্ত এমা ম্যাককিওন:

এরপর পুরে নামের নারী ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের সুইমাররা। এই ইভেন্টে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জিতে নেন অস্ট্রেলিয়ান এমা ম্যাককিওন। এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলেও স্বর্ণ জেতেন এমা। এ নিয়ে টোকিও অলিম্পিকে এমা ম্যাককিওন পান মোট ৬টি পদক। পরে আরও একটি যোগ হয়েছে।

ফিঙ্কের চমৎকার সমাপ্তি:

লম্বা দূরত্বের সাঁতারে নিজের আধিপত্য ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের বরি ফিঙ্কে। একদিন আগেই ৮০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জেতার পর আজ শেষদিনে জিতলেন ১৫০০ মিটারে। একই প্রতিযোগিতার নারী ইভেন্টে জোড়া স্বর্ণ জেতেন কেটি লেডেকি। 

আরও এক অস্ট্রেলিয়ান রেকর্ড:

নারীদের ৪*১০০ মিটার মেডলি রিলেতে অলিম্পিক রেকর্ড গড়ে জিতেছে অস্ট্রেলিয়া। একই সাথে এমা ম্যাককিওন জেতের দিনের দ্বিতীয় স্বর্ণপদক। মোট তিন সোনাসহ ৭ পদক নিয়ে টোকিও অলিম্পিক শেষ করেন তিনি। 

সোভিয়েত জিমন্যাস্ট মারিয়া গোরোখভস্কায়া একমাত্র নারী যিনি এমা ম্যাককিওনের আগে একক অলিম্পিকে সাতটি পদক জিতেছিলেন। 

ইতিহাস গড়ে ইতি:

৪*১০০ মিটার পুরুষ মেডলিতে বিশ্ব রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকের সাঁতার প্রতিযোগিতার ইতি টানেন যুক্তরাষ্ট্রের সাতারুরা। এই ইভেন্টে কাইলেব ড্রেসেল সাঁতরান বাটারফ্লাই। যেখানে দলের জয় নিশ্চিত করেন তিনি। সে সাথে এক অলিম্পিকে নিজের পাঁচ স্বর্নপদকও।