অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় ২১৮ মৃত্যু, পরীক্ষা কমায় শনাক্তও কমে ৯৩৬৯

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৫:৪০ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার   আপডেট: ০৫:৫৩ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.২৪

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.২৪

দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সামান্য বাড়লেও পরীক্ষা কমায়, শনাক্তের সংখ্যা কমে গেছে।

শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১৮ জনের। মৃতদের মধ্যে একজন শিশু, বয়স দশের নিচে এবং দুজনের বয়স একশোর ওপরে।

**২৪ ঘন্টায় মৃত্যু কমে ২১২, শনাক্তের হার বেড়ে ৩০.৭৭

গতকাল, শুক্রবার মৃত্যুর এই সংখ্যা ছিল ২১২। আজও সর্বোচ্চ মৃত্যু রাজধানী ঢাকায়।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩০ হাজার ৯৮০ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৯ হাজার ৩৬৯ জন। পরীক্ষার এই সংখ্যাৱ গতকালের তুলনায় কম।

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.২৪। শুক্রবার শনাক্তের হার ছিল ৩০.৭৭।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২০ হাজার ৬৮৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু : ২১৮
  • মোট মৃত্যু: ২০ হাজার ৬৮৫
  • শনাক্ত : ৯ হাজার ৩৬৯
  • মোট শনাক্ত: ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৩০ হাজার ৯৮০
  • শনাক্তের হার: ৩০.২৪ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৫৬ জন এবং ৪৯ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১৩ জনের মৃত্যু হয়েছে বাসায়। 

মৃতদের মধ্যে ৬৭ জন ঢাকার, ৫৫ জন চট্টগ্রামের, ২২ জন রাজশাহীর। ২৭ জন খুলনায়, বরিশালের ১০, সিলেটের ৯, রংপুরের ১৬ জন এবং ১২ জন বাসিন্দা ময়মনসিংহের।

ঢাকা: ৬৭
চট্টগ্রাম: ৫৫
রাজশাহী: ২২
খুলনা: ২৭
বরিশাল: ১০
সিলেট: ৯
রংপুর: ১৬
ময়মনসিংহ: ১২

করোনায় শেষ ২৪ ঘণ্টাতেও নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি
পুরুষ: ১৩৪
নারী:  ৮৪

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ২ জনের বয়স একশোর ওপরে।৪ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে, ৮১-৯০ এর মধ্যে ১৫ জন, ৩৩ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৩৬ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া ৩৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৩৭ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১৭ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৬ জনের বয়স। এবং একজনের বয়স ১০ এ নিচে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ২১২ জন।