অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নানাকা তাকাহাশি: টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ সাংবাদিক  

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৫ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার   আপডেট: ১২:০৫ পিএম, ৩১ জুলাই ২০২১ শনিবার

টোকিও অলিম্পিকের সবচেয়ে কম বয়সী সাংবাদিক হিসেবে কাজ করছেন নানাকা তাকাহাশি। ১২ বছর বয়সী নানাকা জাপানের উত্তর-পূর্ব অঞ্চেলের মিয়াগি শহেরের বাসিন্দা।

নানাকা তাকাহাশি কাজ করছে ন জাপান ভিত্তিক জনপ্রিয় শিশু প্রকাশনা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংবাদ আউটলেট ‘স্কলাস্টিক কিডস’ এ। যার স্লোগান ‘শিশুদের জন্য, শিশুদের মাধ্যমে’। 

২৩ জুলাই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকেই তাকাহাশি তার তরুণ দর্শকদের জন্য সর্বশেষ তথ্য সরবরাহ করে যাচ্ছেন। 

সিএনএনকে তাকাহাশি জানান, ক্রীড়াবিদদের উৎসাহ দিতে অলিম্পিক আয়োজনের সমর্থন দিচ্ছেন এমন অনেকে সাথে আমি মিশেছি। আবার একই সঙ্গে অলিম্পিক শুরুর ৩০ মিনিট আগে অলিম্পিক আয়োজনের প্রতিবাদে রাস্তায় মানুষ দেখেছি। যা করোনা সংক্রমণ বন্ধের পাশাপাশি অর্থ ব্যয় না করতে এর বিরোধীতার করছিলেন। 

তাকাহাশি সাংবাদিক হিসেবে কাজ করছেন ১০ মাস ধরে। তারজন্য সে ছোটবেলা থেকেইু ইংরেজি শিখেছে। যেহেতু তাকাহাশি টেলিভিশন সম্পর্কিত চাকরিতে আগ্রহী ছিলেন, তাই তার মা স্কলাস্টিক কিডস প্রেসের সুপারিশ করেছিলেন। এটি ছিল তার ইংরেজি অনুশীলন করার এবং টিভিতে কাজ করার মত কিছুর সাথে পরিচিত হওয়ার সুযোগ।

তাকাহাশি জানান, "আমার স্বপ্ন মিডিয়ায় কাজ করা। টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ এই সাংবাদিক জানান, এই পেশায় কাজ করে তার সবচেয়ে বড় শিক্ষা হলো নিরপেক্ষ থাকা। 

সে জানায়, "আমার মতামত যাই হোক না কেন, আমি আমার সংবাদের সমর্থনকারী এবং বিরোধী উভয় মতামত অন্তর্ভুক্ত করার চেষ্টা করি।"