অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭ এএম, ৩১ জুলাই ২০২১ শনিবার  

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৮ জন করোনা শনাক্ত হয়ে ও ৮ জন উপসর্গ নিয়ে মারা যান।

হাসপাতালের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মহিউদ্দিন খান মুন শনিবার (৩১ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে করোনা ইউনিটে ৪৯০ জন চিকিৎসা নিচ্ছেন। ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২২ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৮৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৩ জন সুস্থ হয়েছেন।

মহিউদ্দিন খান মুন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ৩১৪ জন এবং ৩৩ জন টেলিমেডিসিন সেবা নিয়েছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, নতুন করে ৬৫২টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।