অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার   আপডেট: ০৯:৪০ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার

আওয়ামী লীগের উপ কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বাদ পড়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের কথাবার্তা বলে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে ফেসেছেন হেলেনা জাহাঙ্গীর। এই আইনে দায়ের করা একটি মামলায় তাকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় ৭ টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে এই রিমান চাওয়া হয়। 

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী হেলেনা বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি নিয়ে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। 

আদালত সূত্র জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছিলো হেলেনা জাহাঙ্গীরের।

এর আগে বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকের সময় তার বাসা থেকে বিপুল পরিমান মদ ও ইয়াবা পাওয়া যায়। এছাড়া ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া গেছে তার বাসায়।