অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘন্টায় মৃত্যু কমে ২১২, শনাক্তের হার বেড়ে ৩০.৭৭

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:০১ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার   আপডেট: ০৬:২৭ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার

দেশে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে শনাক্তের হার।  শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১২ জনের।

বৃহস্পতিবার (২৯ জুলাই) মৃত্যুর সংখ্যা ছিল ২৩৯ জন, বুধবার মৃত্যুর এই সংখ্যা ছিল ২৩৭, মঙ্গলবার ২৫৮ জনের, সোমবার ২৪৭। রবিবার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬। 

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৫ হাজার ৪৪ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৮৬২ জন। গতকালের তুলনায় পরীক্ষা কম হয়েছে।

**২৪ ঘন্টায় ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫২৭১

২৪ ঘণ্টায় মৃত্যু : ২১২
মোট মৃত্যু: ২০ হাজার ৪৬৭
শনাক্ত : ১৩ হাজার ৮৬২
মোট শনাক্ত: ১২ লাখ ৪০ হাজার ১১৫
নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৪৫ হাজার ৪৪
শনাক্তের হার: ৩০.৭৭ শতাংশ

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.২৭৭।  বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ২৯.২১, বুধবার ছিল ৩০.১২, মঙ্গলবার ২৮.৪৪, সোমবার ছিল ১৯.৮২, রবিবার ৩০.৪, শনিবার ৩২.৫৫ শুক্রবার ৩১.০৫।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২০ হাজার ৪৬৭ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৪০ হাজার ১১৫ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৫৪ জন এবং ৪৮ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ৯ জনের মৃত্যু হয়েছে বাসায় এবং একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়।

মৃতদের মধ্যে ৬৫ জন ঢাকার, ৫৩ জন চট্টগ্রামের, ১৩ জন রাজশাহীর। ৩৬জন খুলনায়, বরিশালের ১১, সিলেটের ১৭, রংপুরের ৯ জন এবং ৮জন বাসিন্দা ময়মনসিংহের।

করোনায় শেষ ২৪ ঘণ্টাতেও নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি
পুরুষ: ১২৯
নারী:  ৯৩

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ৬ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে, ৮১-৯০ এর মধ্যে ১১ জন, ৩২জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৬৯ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া ৪৮জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ২৫ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১৫ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্ ৫ জনের বয়স। একজনের বয়স ১১-২০ এর মধ্যে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪৩ হাজার ৯৭৫ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১০  লাখ ৬৪ হাজার ১৫ জন।