অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত্যু ২১

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০২:৫২ পিএম, ৩০ জুলাই ২০২১ শুক্রবার  

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন

বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও সংক্রমণের উপসর্গ নিয়ে ২১ জন মারা গেছেন। 

এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে দুটি হাসপাতালে ১৩ জন এবং তিনটি হাসপাতালে সংক্রমণের উপসর্গ নিয়ে আট জন মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে তিন জন অন্য জেলার বাসিন্দা।

শুক্রবার (৩০ জুলাই) বগুড়া সিভিল সার্জন অফিসে কর্মরত চিকিৎসক ফারজানুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৪৯৭টি নমুনা পরীক্ষা করে ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯৭ শতাংশ।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় সাত জন ও উপসর্গ নিয়ে চার জন মারা গেছেন।

মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরুজ্জামান সঞ্চয় জানিয়েছেন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিন জন মারা গেছেন।

এ ছাড়া, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত তিন জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, এর বাইরে আরও তিন জন আক্রান্ত রোগী বগুড়ার দুটি হাসপাতালে মারা গেছেন। যারা বগুড়া জেলার বাইরে থেকে চিকিৎসা নিতে এসেছিলেন বলে জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ২২৯ জন।