অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় ২৩৯ মৃত্যু, শনাক্ত ১৫২৭১

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৮:১৪ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.২১

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.২১

দেশে করোনাক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার বার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৯ জনের।

**২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত ১৬২৩০, মৃত্যু ছাড়ালো ২০ হাজার

গতকাল, বুধবার মৃত্যুর এই সংখ্যা ছিল ২৩৭, মঙ্গলবার ২৫৮ জনের, সোমবার ২৪৭। রবিবার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬। আজও সর্বোচ্চ মৃত্যু রাজধানী ঢাকায়।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫২ হাজার ২৮২ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৫ হাজার ২৭১ জন, যা দেশে মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। পরীক্ষার এই সংখ্যাও গতকালের তুলনায় বেড়েছে।

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.২১। বুধবার শনাক্তের হার ছিল ৩০.১২, মঙ্গলবার ২৮.৪৪, সোমবার ছিল ১৯.৮২, রবিবার ৩০.৪, শনিবার ৩২.৫৫ শুক্রবার ৩১.০৫।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২০ হাজার ২৫৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু : ২৩৯
  • মোট মৃত্যু: ২০ হাজার ২৫৫
  • শনাক্ত : ১৫ হাজার ২৭১
  • মোট শনাক্ত: ১২ লাখ ২৬ হাজার ২৫৩
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৫২ হাজার ২৮১
  • শনাক্তের হার: ২৯.২১ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৮১ জন এবং ৪৩ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১৫ জনের মৃত্যু হয়েছে বাসায়। 

মৃতদের মধ্যে ৭৬ জন ঢাকার, ৫৭ জন চট্টগ্রামের, ১৩ জন রাজশাহীর। ৪৫ জন খুলনায়, বরিশালের ১৪, সিলেটের ১৪, রংপুরের ১১ জন এবং ৯ জন বাসিন্দা ময়মনসিংহের।

ঢাকা: ৭৬
চট্টগ্রাম: ৫৭
রাজশাহী: ১৩
খুলনা: ৪৫
বরিশাল: ১৪
সিলেট: ১৪
রংপুর: ১১
ময়মনসিংহ: ৯

করোনায় শেষ ২৪ ঘণ্টাতেও নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি
পুরুষ: ১২৩
নারী:  ১১৬

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ১ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে, ৮১-৯০ এর মধ্যে ১৪ জন, ৪৩ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৬৫ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া ৫৭ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ২৬ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১৫ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৪ জনের বয়স। ৩ জনের বয়স ১১-২০ এর মধ্যে এবং একজনের বয়স ১০ এ নিচেঅ

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জন।