অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ ম্যাচের টি টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল ঢাকায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার  

৫ ম্যাচের টি টুয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল ঢাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেল ৪.১০-এর দিকে ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি দলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। তারপর চলে যায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে।

দুই বোর্ডের সমঝোতা অনুযায়ী, ইমিগ্রেশন ছাড়াই সরাসরি হোটেলে চলে যায় টিম অস্ট্রেলিয়া। বিশেষ ব্যবস্থায় তাদের ইমিগ্রেশন সম্পন্ন করা হবে।

হোটেলে শুরুতে তিনদিন কোয়ারেন্টিন করবে অস্ট্রেলিয়া, এরপর শুরু করবে অনুশীলন। খেলোয়াড়দের ফিটনেসের জন্য এরই মধ্যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামের সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে হোটেলে।

শেষ মুহূর্তে ইনজুরির কারণে আসতে না পারা নিয়মিত অধিনায়ক অ্যারোন ফিঞ্চসহ আট শীর্ষ তারকাকে ছাড়াই বাংলাদেশে খেলতে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগেই জানা, অজি দলে নেই সাত শীর্ষ তারকা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিনস, মার্কাস স্টয়নিস, ঝিয়ে রিচার্ডসন এবং কেইন রিচার্ডসন।

১ আগস্ট হোটেল থেকে বের হয়ে শেরে বাংলায় প্র্যাকটিসে যাবে টিম অস্ট্রেলিয়া। ৩ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

৩ আগস্টের পর ৪ আগস্টই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৫ আগস্ট বিরতি। এরপর ৬ ও ৭ আগস্ট টানা দুদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ। সব ম্যাচ হবে শেরেবাংলা স্টেডিয়ামে।

এদিকে বৃহস্পতিবার সকালেই জিম্বাবুয়ে থেকে ঢাকা এসে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ প্রায় এক মাসের সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে।

অস্ট্রেলিয়ার মতো বাংলাদেশ দলও থাকবে তিন দিনের কোয়ারেন্টিনে।