অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অলিম্পিকের মাঝেই টোকিওতে করোনা শনাক্তের রেকর্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার  

অলিম্পিক চলাকলীন সময়েই টানা তিনদিন করোনা শনাক্তের রেকর্ড গড়েছে জাপানের রাজধানী টোকিও। বৃহস্পতিবার (২৯ জুলাই) এই তথ্য জানিয়েছে টোকিও মেট্রোপলিটন প্রশাসন। 

গত ২৪ ঘন্টায় টোকিওতে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬৫ জনের। এর আগেরদিন বুধবারে (২৮ জুলাই) করোনা শনাক্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৭৭।

অলিম্পিক কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত অলিম্পিক সম্পৃক্ত অন্তত ১৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।  টোকিওর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কেনজি শিবুয়া সিএনএনকে জানান, যদি এভাবেই করোনা সংক্রমণ বাড়তে থাকে তবে তা অলিম্পিকের জৈব সুরক্ষা বলয়েও প্রভাব ফেলবে। 

করোনা সংক্রমণের উর্ধ্বগতি থাকায় টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যা চলসান থাকবে আগামী ২২ আগস্ট। 

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টোকিও পার্শ্ববর্তী চাইবা, কাঙ্গাওয়া ও সাইতামা অঞ্চল সরকারের কাছে অনুরোধ জানিয়েছে সেগুলোতে জরুরি অবস্থা জারি করতে।