অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে সর্বোচ্চ শনাক্ত ১৩১৫, মৃত্যু ১৭

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার  

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বন্দর নগরীতে এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে ১৭ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে তিন হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করে এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৫৮ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪৫৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৪১ শতাংশ।

সিভিল সার্জন অফিস সূত্র আরও জানায়, উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ৩৭ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার ২৭ জন, বাঁশখালীর ২৫ জন, আনোয়ারার ৪১ জন, চান্দনাইশের একজন, পটিয়ার ৩৩ জন, বোয়ালখালীর ৩২ জন, রাঙ্গুনিয়ার ৪২ জন, রাউজানের ৬৯, ফটিকছড়ির ৭৮, হাটহাজারীর ৩৫ জন, সীতাকুণ্ডের ১৭, মীরসরাইয়ের সাত জন ও ১৩ জন সন্দীপ উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৯ হাজার ৭৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকার ৫৯ হাজার ৮২২ ও ১৯ হাজার ৯২৯ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৫৬৯ ও উপজেলা পর্যায়ের ৩৮০ জনসহ মোট ৯৪৯ জন মারা গেছেন।