অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনাভাইরাস: বাংলাদেশ

২৪ ঘন্টায় রেকর্ড শনাক্ত ১৬২৩০, মৃত্যু ছাড়ালো ২০ হাজার

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার   আপডেট: ০৭:০৬ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.১২

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.১২

করোনা মহামারিতে গত দেড় বছরে এখনই সবচেয়ে বিপর্যয়কর অবস্থা চলছে দেশে। করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আড়াইশোর নিচে নামলেও শনাক্তে নতুন রেকর্ড তৈরি হলো। এছাড়া আরও দুটো তথ্যে দিনটি গুরুত্বপূর্ণ। সেটি হলো মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার এবং শনাক্তের সংখ্যা পৌঁছে গেল ১২ লাখের ঘরে।

**আবার রেকর্ড, মৃত্যু ২৫৮ শনাক্ত ১৪৯২৫

বুধবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৭ জনের।

গতকাল, মঙ্গলবার মৃত্যুর এই সংখ্যা ছিল ২৫৮ জনের, সোমবার ২৪৭। রবিবার ২২৮, শনিবার ১৯৫, শুক্রবার ১৬৬। আজও সর্বোচ্চ মৃত্যু রাজধানী ঢাকায়।

আর অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫৩ হাজার ৮৭৭ জনের পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন, যা দেশে মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ। পরীক্ষার এই সংখ্যাও গতকালের তুলনায় বেড়েছে।

করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.১২। মঙ্গলবার শনাক্তের এই হার ছিল ২৮.৪৪, সোমবার ছিল ১৯.৮২, রবিবার ৩০.৪, শনিবার ৩২.৫৫ শুক্রবার ৩১.০৫।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন মোট ২০ হাজার ১৬ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ১০ হাজার ৯৮২ জন।

  • ২৪ ঘণ্টায় মৃত্যু : ২৩৭
  • মোট মৃত্যু: ২০ হাজার ১৬
  • শনাক্ত : ১৬ হাজার ২৩০
  • মোট শনাক্ত: ১২ লাখ ১০ হাজার ৯৮২
  • নমুনা পরীক্ষা (অ্যান্টিজেন টেস্টসহ): ৫৩ হাজার ৮৭৭
  • শনাক্তের হার: ৩০.১২ শতাংশ

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, সরকারি হাসপাতালে ১৬৭ জন এবং ৫৭ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ১৩ জনের মৃত্যু হয়েছে বাসায়। 

মৃতদের মধ্যে ৭০ জন ঢাকার, ৬২ জন চট্টগ্রামের, ২১ জন রাজশাহীর। ৩৪ জন খুলনায়, বরিশালের ৯, সিলেটের ১৮, রংপুরের ১৬ জন এবং ৭ জন বাসিন্দা ময়মনসিংহের।

ঢাকা: ৭০
চট্টগ্রাম: ৬২
রাজশাহী: ২১
খুলনা: ৩৪
বরিশাল: ৯
সিলেট: ১৮
রংপুর: ১৬
ময়মনসিংহ: ৭

করোনায় শেষ ২৪ ঘণ্টাতেও নারীর তুলনায় পুরুষের মৃত্যু বেশি
পুরুষ: ১৪৯
নারী:  ৮৮

বয়সভিত্তিক বিশ্লেষণে মৃতদের মধ্যে ১ জনের বয়স ৯১-১০০ এর মধ্যে, ৮১-৯০ এর মধ্যে ১৫ জন, ৪৫ জনের বয়স ৭১-৮৯ এর মধ্যে, ৭৮ জনের বয়স ৬১-৭০ এর মধ্যে।

এছাড়া ৪৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, আরও ৩৪ জনের বয়স ৪১-৫০ এর মধ্যে এবং ১১ জনের বয়স ৩১-৪০ এর মধ্যে। এছাড়া ২১-৩০ জনের মধ্যে ৯ জনের বয়স।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৭০ জন। এখন পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ৮৮৪ জন।