অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কচুয়ায় নমুনা দিতে এসে নারীর মৃত্যু 

তারেক মাহমুদ সুজন, চাঁদপুর

প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার   আপডেট: ০৩:০২ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার

করোনার উপসর্গ নিয়ে নমুনা দিতে এসে সেখানেই মৃত্যুবরণ করেন কামরুন্নাহার (৪০) নামের এক নারী। বুধবার (২৮ জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। তিনি মতলব দক্ষিন উপজেলার পদুয়া গ্রামের মো: আব্দুর সাত্তারে স্ত্রী।

মৃতের স্বামী আব্দুর সাত্তার জানান, কয়েকদিন ধরে জ্বর,সর্দি, কাশি থাকায় করোনা টেস্ট করার জন্য কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সেই মৃত্যু বরণ করেন তার স্ত্রী।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. সালাউদ্দীন মাহমুদ জানান, জ্বর, সর্দি, কাশি ও হৃদরোগ নিয়ে দীর্ঘ দিন বাড়িতে থেকে চিকিৎসা নিয়ে সংকটাপন্ন অবস্থায় পড়েন তিনি। এ অবস্থায় নমুনা দিতে এসে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন তিনি। অন্য কোন রোগে ভুগছিলেন কিনা জানা যায়নি।

মৃতের আত্মীয়-স্বজন লাশ নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করেন বলেও জানান তিনি।