অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৫ আগস্ট পর্যন্তই লকডাউন চলবে, খুলছে না কারখানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২৩ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার  

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্ট পর্যন্তই কঠোরতর লকডাউন চলবে

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্ট পর্যন্তই কঠোরতর লকডাউন চলবে

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্ট পর্যন্তই কঠোরতর লকডাউন চলবে। শিল্প কলকারখানা মালিকরা অনুরোধ জানালেও তাদের অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি-নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোডিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ ‘বিষয়ে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। 

মন্ত্রী বলেন, ‘৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলমান থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টিকাদান কার্যক্রমও চলবে।’