অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টিকা থেকে কেউ বাদ পড়বেন না: প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:০১ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার  

টিকা নেয়ার বয়সের আওতায় পড়েছেন তাদের কেউ টিকা থেকে বাদ যাবেন না

টিকা নেয়ার বয়সের আওতায় পড়েছেন তাদের কেউ টিকা থেকে বাদ যাবেন না

দেশে যারা করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার বয়সের আওতায় পড়েছেন তাদের কেউ টিকা থেকে বাদ যাবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ জুলাই) জাতীয় ও জেলা পর্যায়ে অবদান রাখায় মঙ্গলবার ২০২০ ও ২০২১ সালের জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এরই মধ্যে প্রায় ১ কোটি ৮৭ লাখ মানুষ টিকা পেয়েছে। বাংলাদেশের কোনো মানুষ যাদের টিকা পাওয়ার বয়স হয়েছে, তারা বাদ যাবে না। ছাত্র শিক্ষক থেকে শুরু করে সকলের জন্য এ টিকা আমরা আনতে থাকব এবং দিতে থাকব। এ ব্যবস্থা আমরা করে যাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা হাত থেকেও আমরা ইনশাল্লাহ মুক্তি পাব। ভ্যাকসিন কেনা আমরা শুরু করেছি, দেয়াও শুরু হয়েছে। ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে যাতে অন্তত সকলেই সুরক্ষিত থাকে। প্রয়োজনে যত টাকা লাগে যত ভ্যাকসিন লাগে আমরা কিনব। আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব যাতে বাংলাদেশের মানুষের কোনো অসুবিধা না হয়।’

শেখ হাসিনা বলেন, ‘মহামারি আজকে শুধু অর্থনীতি না সামাজিক, শিক্ষাসহ সব ক্ষেত্রে সমস্যা তৈরি করেছে। এখান থেকে যতদ্রুত মুক্তি পাওয়া যায় সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। মানুষ যেন সুরক্ষার নিয়মগুলো মেনে চলে তাদের সচেতন করতে হবে।’

করোনার সংক্রমণ রুখতে দেশে গণটিকা কার্যক্রম শুরু হয় এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে সরকারের হাতে ১ কোটির বেশি ভ্যাকসিন রয়েছে। আগামী মাসের মধ্যেই আরও ২ কোটি ভ্যাকসিন সরকারের হাতে আসার কথা রয়েছে।

এভাবে চীন থেকে ৩ কোটি, রাশিয়া থেকে ৭ কোটি, জনসন অ্যান্ড জনসন এর ৭ কোটি, অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ভ্যাকসিনসহ আগামী বছরের শুরুর দিকে সরকারের হাতে প্রায় ২১ কোটি ভ্যাকসিন চলে আসবে বলে আশা করা হচ্ছে।