অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাজধানীর সড়কে বাড়ছে গাড়ির চাপ, পুলিশ চেকপোস্টে কড়াকড়ি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার  

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের পঞ্চম দিনে রাজধানীর সড়কে বেড়েছে গাড়ির চাপ। তবে চেকপোস্টে প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সন্তোষজনক উত্তর পাওয়া না গেলে গুণতে হচ্ছে জরিমানা। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে রাজধানীর বাড্ডা, রামপুরা, গুলশান ঘুরে দেখা যায়, সড়কের আশে পাশের দোকানপাঠ খোলা না থাকলেও অলি গলির গুলো খোলা থাকছে। 

অফিসগামীরা অনেকে পায়ে হেঁটে আবার কেউ রিক্স ভাগাভাগি করে গন্তব্যে যাচ্ছেন। অনেক জায়গায় যাত্রীর অপেক্ষায় আছেন ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকরা।

সড়কে ব্যক্তিগত গাড়ির চাপও লক্ষ্য করা গেছে। তবে চেকপোস্টগুলোতে সব গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যারা অযথা বাইরে বের হয়েছেন বা সন্তোষজনক জবাব দিতে পারছেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

চলমান কঠোর বিধিনিষেধে সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকার কথা থাকলেও কিছু কিছু অফিস খোলা রয়েছে। খোলা রয়েছে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ফলে রবিবার থেকে সড়কে গাড়ির চাপ বেড়েছে বলে জানিয়েছে পুলিশ।

সড়কে চলাচলের অনুমতি প্রসঙ্গে ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলামের কার্যালয় থেকে জানানো হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠানসহ অনেক অফিস খোলা। অনেকেই আর্থিক কাজে যাচ্ছেন, রোগী দেখতে যাচ্ছেন, টিকা নিতে যাচ্ছেন, বিভিন্ন পণ্যবাহী গাড়ি আসছে। আমরা চেষ্টা করছি অন্তত কেউ যেন অযথা ঘর থেকে বের না হয়। যাদের কথায় সন্তুষ্ট হচ্ছি না বা কারণ যুক্তিসংগত মনে হচ্ছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।