অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ব্যাটিং পরামর্শকের মেয়াদ বাড়াতে চায় বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:২২ এএম, ২৭ জুলাই ২০২১ মঙ্গলবার  

টাইগারদের ব্যাটিং পরামর্শক অ্যাশওয়েল প্রিন্সকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এখন পর্যন্ত এতে সাড়া দেননি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান। 

প্রিন্সকে শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়োগ দেয়া হয়েছিল। যা রবিবার (২৫ জুলাই) শেষ হয়৷ তারপরই ব্যাটিং পরামর্শকের নিজ দেশে ফেরার কথা৷ 

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, জিম্বাবুয়ে সফরে ক্রিকেটারটা প্রিন্সের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তাই বিসিবিও তার বিষয়ে ইতিবাচক। 

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন কোচ ব্যবস্থা করা কষ্টকর হয়ে যাবে। এছাড়া জিম্বাবুয়ে সফরে ব্যাটসম্যানরা ভালো করেছে। কিছু ক্রিকেটার বলেছেন তার উপর আস্থা  আছে। 

বর্তমানে প্রিন্সের সাথে এ নিয়ে আলোচনা চলমান আছে। আগামী সপ্তাহে সবকিছু চূড়ান্ত হবে। বিসিবির ইচ্ছে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করলে তার মেয়াদ আরও বাড়ানোর।