অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আমলাদেরও সম্পদের হিসাব দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার  

আমলাদেরও সম্পদের হিসাব দিতে হবে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আমলাদেরও সম্পদের হিসাব দিতে হবে, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সব স্তরে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি চাকরিজীবীদের নিজ নিজ বিভাগে পাঁচ বছর পর পর সম্পদের হিসাব জমা দেয়ার বিধান মেনে চলতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সচিবালয়ে (২৬ জুলাই) সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ নির্দেশনার কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি চাকরি আইনে বলা আছে পাঁচ বছর পর পর সবাই সম্পদের হিসাব দেবে। যাতে করে আয় বর্হিভূত কোনো সম্পদ আছে কিনা সেটা আমরা চেক করতে পারি। সবাই ট্যাক্স রিটার্ন দেয়। চাকরিবিধি অনুযায়ী স্বচ্ছতা-জবাবদিহিতার জন্য জনপ্রশাসনে তাদের সম্পদের হিসাব দিতে হবে।’

নিয়মটি মানার ক্ষেত্রে কিছু ব্যত্যয় দেখা যাওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্টদের ফের চিঠি দেয়া হয়েছে বলে জানান ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘আমরা আরও স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনমুখী জনপ্রশাসন চাচ্ছি। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে, জবাবদিহিতাও তৈরি হয়েছে।’

আয়কর রিটার্ন দাখিলের পর সম্পদের হিসাব জমা দেয়ার যৌক্তিকতা কতটা জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘ট্যাক্স রিটার্ন দেবে। আমাদেরকেও তাদের সাবমিট করতে হবে। কেউ তথ্য অধিকার আইনে তথ্য চাইলে আমরা দিতে পারব।’